নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী শিশুটি পঞ্চম শ্রেণির ছাত্রী। 

৩ মে শুক্রবার সন্ধ্যার ৭টায় উপজেলা কালাপাহাড়িয়া এলাকায় ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা করেছেন।  মামলার অভিযুক্ত আলাউদ্দীন (৪০) কালাপাহাড়িয়া ইউপি’র হাজীরটেক এলাকার একজন মুদি ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ডিম কিনতে তার মুদি দোকানে গেলে ভুক্তভোগী ওই শিশুকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে আলাউদ্দীন।

এ দিকে শিশুটির আসতে দেরি দেখে শিশুটির মা তাকে খুঁজতে বের হয়ে দোকানের সামনে আসলে শিশুটির চিৎকার শুনতে পান। এক পর্যায়ে শিশুটির মা চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করেন। তবে, এসময় পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্ত আলাউদ্দিন।

ঘটনা প্রসঙ্গে ওসি আক্তার হোসেন ঢাকা ট্রিবিউনকে বলেন, “ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত আলাউদ্দিন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে”।

এদিকে, আলাউদ্দীনকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তি  দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন