নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে পনের জন মিলে দুই দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্দেহভাজন দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) মধ্যরাতে ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন-আফজাল (২৬) ও তৌসিফ (২৪)। তাদের রবিবার (১২ জানুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী নবম শ্রেণির শিক্ষার্থী। গ্রেফতার হওয়া আসামি তৌসিফ তার কাছ থেকে ৫০০ টাকা ধার নেন। ৯ জানুয়ারি সেই টাকা আনতে যায় সে। এ সময় তৌসিফসহ তানভীর, সোহাগ, ও আফাজাল নামের তিনজন জোর করে তাকে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। পরে আলাদা দুটি বাড়িতে তাকে দু’দিন আটকে রেখে গণধর্ষণ করে।

শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ওই কিশোরীকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে যায় জড়িতরা। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে শুক্রবার মেয়ে নিখোঁজ থাকায় থানায় অভিযোগ জানান ওই কিশোরীর বাবা। ওই অভিযোগের ভিত্তিতে আফজাল ও তৌসিফকে আটক করা হয়। মামলার পর তাদের গ্রেফতার দেখানো হয়।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, পুলিশ অভিযান শুরু করেছে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন