নারায়ণগঞ্জে ঘোষণা ছাড়াই পাঁচ অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ৫ পোর্টালের সম্পাদকরা জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তাদের কিছুই জানায়নি।

 

অনলাইন নিউজ পোর্টালগুলোর সূত্রে জানা গেছে, ১৪ মে সন্ধ্যা থেকে নারায়ণগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে পাঠক ‘যুগের চিন্তা টোয়েন্টিফোর ডটকম, নিউজ নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডটনেট, প্রেস নারায়ণগঞ্জ ডটকম, নারায়ণগঞ্জ টুডে ডটকম ও সময় নারায়ণগঞ্জ ডটকম’ এই পাঁচটি অনলাইন নিউজ পোর্টালে ঢুকতে পারছেন না। প্রথম কয়েকদিন কদাচিৎ পাঠকরা ঢুকতে পারলেও ২২ মে থেকে আর প্রবেশ করা যাচ্ছে না।

নিউজ নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডটনেটের এডিটর ইন চিফ শাহজাহান শামীম বলেন, নারায়ণগঞ্জের হাসপাতালগুলোতে করোনা চিকিৎসার সুযোগ সুবিধা নিয়ে একটি খবর প্রকাশের কারণে তাদের ওয়েবসাইট ব্লক হয়ে থাকতে পারে।

এ ব্যাপারে বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক গণমাধ্যমকে বলেন, ‘চাইলেই বিটিআরসি কিছু বন্ধ করে না। এ বিষয়ে সরকারের কিছু নিয়ম কানুন আছে। সরকারের অনেকগুলো সংস্থাও এ বিষয়ে জড়িত এবং কোন ওয়েবসাইট বন্ধ হবে সেই সিদ্ধান্ত সেখান থেকেই হয়। আমরা কেবল বাস্তবায়ন করি।

এদিকে বন্ধ হওয়া অনলাইন নিউজ পোর্টালগুলো দ্রুত খুলে দেওয়ার দাবিতে ৩১ মে রোববার বিকেলে নারায়ণগঞ্জের ৫১টি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন যৌথ বিবৃতি দিয়েছে।

সংগঠনগুলো হলো- নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, নারায়ণগঞ্জ নাগরিক কমিটি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, আমরা নারায়ণগঞ্জবাসী, বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা, কমিউনিস্ট পার্টি, নারায়ণগঞ্জ জেলা, বাসদ, নারায়ণগঞ্জ জেলা, গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা, ওয়ার্কার্স পার্টি, নারায়ণগঞ্জ জেলা, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), নারায়ণগঞ্জ জেলা, উদীচী, নারায়ণগঞ্জ জেলা, সমগীত, খেলাঘর, নারায়ণগঞ্জ জেলা, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, নারায়ণগঞ্জ জেলা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলা, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, নারায়ণগঞ্জ জেলা, শ্রমিক ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, নারায়ণগঞ্জ জেলা, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি, নারায়ণগঞ্জ জেলা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, নারায়ণগঞ্জ জেলা, ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা, ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা, মহিলা ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা, নারী সংহতি, নারায়ণগঞ্জ জেলা, সমাজ অনুশিলন কেন্দ্র, উন্মেষ সাংস্কৃতিক সংসদ, বসন্তবাহার সঙ্গীত একাডেমি, আনন্দধারা, শহুরে গায়েন, ষড়জ সাংস্কৃতিক সংগঠন, অনন্যা সঙ্গীত একাডেমি, শ্রুতি সাংস্কৃতিক একাডেমি, প্রগতি লেখক সঙ্ঘ, ধাবমান সাহিত্য আন্দোলন, প্রগতি সাহিত্য পরিষদ, গঙ্গাফড়িং, হাওইয়ান গীটার পরিষদ, চন্দ্রবিন্দু, একতা খেলাঘর, সমীরণ খেলাঘর, ক্রান্তি খেলাঘর, কণ্ঠমালা আবৃত্তি সংগঠন, এই বাংলায়, অশোক স্মৃতি সঙ্গীতাঙ্গণ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, নারায়ণগঞ্জ জেলা, কথন আবৃত্তি সংগঠন, যোদ্ধা, অর্চণা একাডেমি, ঐকিক থিয়েটার, উঠান থিয়েটার ও সমমনা সামাজিক সংগঠন।

দেশ রূপান্তর

মন্তব্য করুন