নেত্রকোনার কেন্দুয়ায় ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল হালিম সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারী) রাতে কিশোরগঞ্জের ভৈরব এলাকায় অভিযুক্তের বন্ধুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে কেন্দুয়া থানায় নিয়ে আসে পুলিশ।
আব্দুল হালিম সাগর উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের চরআমতলা কোনাবাড়ী গ্রামের ফারুক মিয়ার ছেলে এবং আশরাফুল উলুম জান্নাতুল মা’ওয়া মাহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক।
কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান অভিযুক্ত হালিমকে গ্রেফতার সত্যতা নিশ্চিত করেছেন। গোপনীয়তার স্বার্থে এর বেশি কিছু বলেননি।
উল্লেখ্য, মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক দুই সন্তানের জনক আ. হালিম সাগর বিগত সাড়ে চার মাস পূর্বে ৫ম শ্রেণির শিশু ছাত্রীকে ধর্ষণ করে। এ ব্যাপারে কাউকে না বলতে মেরে ফেলার হুমকি প্রদান করে।
ঘটনার দুইমাস পর ছাত্রীটি অন্তঃস্বত্তা হলে পরিচালক কৃমিনাশক ট্যাবলয়েড খাওয়ান। পরবর্তীতে চলতি বছরের ১৮ জানুয়ারি পুনরায় ছাত্রীকে কলা খাওয়ালে তার গর্ভপাত ঘটে। এরপর থেকে ছাত্রীটির অতিরিক্ত রক্ষক্ষরণ শুরু হয়। এতে গুরুতর অসুস্থ হলে ১৯ জানুয়ারি রাতে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়।
ছাত্রীটির মা বিগত চারবছর পূর্বে মারা যাওয়ায় বাবা ও বড় বোনই তাকে লালন-পালন করেছে।
এ ঘটনায় ভিকটিমের বাবা গত ১৯জানুয়ারি থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পরিচালক আব্দুল হালিম সাগর পলাতক ছিল।