নেত্রকোনার আটপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাসেল মিয়া (৩৩) নামের এক যুবককে করেছে পুলিশ। ১৯ এপ্রিল সোমবার ভোরে অভিযান চালিয়ে আটপাড়া উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া রাসেল মিয়া উপজেলার জয়নগর গ্রামে বসবাস করেন। তিনি একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে এবং পেশায় ভেকু মেশিন দিয়ে মাটি কাটার ব্যবসার সঙ্গে জড়িত।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল মিয়া রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এক সঙ্গে এবং বঙ্গবন্ধুর ছবি আলাদাভাবে বিকৃত করেন। পরে সেই ছবিগুলো ফেসবুকে ও বিভিন্ন মেসেঞ্জারের মাধ্যমে ছড়িয়ে দেন। সোমবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে আটপাড়া সদর থেকে তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর তাকে গ্রেফতার দেখানো হয়।
এ ব্যাপারে আটপাড়া থানার ওসি মো. জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার দুপুরে বলেন, আটক যুবককে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতের পাঠানোর প্রস্তুতি চলছে।