নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক স্কুলছাত্রীকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হওয়ার পর অভিযুক্ত কবির আহমেদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার কবিরকে ১০ জানুয়ারি শুক্রবার বিকেলে নোয়াখালীর বিশেষ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলা কারাগারে পাঠান।

পুলিশ ও ধর্ষণের শিকার ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রীর মা–বাবা তাঁদের এক অসুস্থ আত্মীয়কে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ঘরে ছিল ওই ছাত্রী ও তার এক ছোট ভাই। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ শুনে ওই ছাত্রী দরজা খুলে বাইরে বের হয়। তখন কবির তার মুখ চেপে ধরে বাইরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে কবির পালিয়ে যান। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই থানায় মামলা করে স্কুলছাত্রীর পরিবার। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে কবিরকে গ্রেপ্তার করে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম প্রথম আলোকে বলেন, স্কুলছাত্রীর প্রাথমিক কিছু পরীক্ষা করা হয়েছে। বাকি পরীক্ষাগুলো শনিবার করা হবে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আলামত জব্দ করা হয়েছে। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রথম আলো

মন্তব্য করুন