নড়াইলের লোহাগড়ায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় আমিনুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

১৯ জুন শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। গ্রেপ্তার আমিনুর উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের কিবরিয়া মোল্যার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত আমিনুর রহমানের সাথে একই উপজেলার এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২৯ মে ফোন করে বিয়ের কথা বলে আমিনুর মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যায়। পরে সেখানেই তাকে ধর্ষণ করেন। পরে আমিনুর ওই কলেজছাত্রীকে বিয়ে করতে রাজী না হওয়ায় মেয়েটি তার পরিবারটি সব ঘটনা খুলে বলে। শুক্রবার মেয়েটির চাচা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ আবু হেনা মিলন জানান, আসামি আমিনুরকে গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।

সমকাল

মন্তব্য করুন