নড়াইলের লোহাগড়ার ধোপাদহ গ্রামে শিশু শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযুক্ত ধর্ষক আব্দুল কাদের ওরফে ছোটন (১৫) কে আটক করে ৮ এপ্রিল বুধবার আদালতে প্রেরণ করেছে। ধর্ষিত শিশুকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ও ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে আব্দুল কাদের ওরফে ছোটন গত মঙ্গলবার বিকালে খেলাধুলা করার সময় প্রতিবেশী শিশু শ্রেণীর ছাত্রী (৮)কে ডেকে নিয়ে পার্শ্ববর্তী পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ধর্ষিত শিশু বাড়িতে এসে বিষয়টি তার মাকে জানায়।
এসআই মিল্টন কুমার দেবদাস জানান, খবর পেয়ে বুধবার সকালে লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক ছোটনকে আটক করে।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, এ ঘটনায় ধর্ষিত শিশুর মা বাদী হয়ে বুধবার লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন।