পটুয়াখালীর কলাপাড়ায় এবার মানসিক ভারসাম্যহীন এক নারী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অটোচালক কবির সিকদারকে (৫০) গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রবিবার রাত ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ ঘটনা ঘটে।

সোমবার সকালে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালীতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃত কবির সিকদারকে আদালতে সোপর্দ করা হয়েছে হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে পাখিমারা বাজারের একটি হুন্ডার গ্রেজ আটকিয়ে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে ধর্ষণ করছিল কবির সিকদার। এসময় চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ধর্ষককে ধরে গণধোলাই দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।

কলাপাড়া থানার ওসি মো.মনিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির শিকদার ওই নারীকে ধর্ষণের দায় শিকার করেছে। তাকে আদালতে প্রেরন করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ  ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।

বিডি প্রতিদিন

মন্তব্য করুন