ভাঙ্গুড়ায় গোপনে ভুয়া কাবিন রেজিস্ট্রার ও ভুয়া হলফনামা দিয়ে বিয়ে পড়িয়ে এক নারীকে দীর্ঘ আট মাস ধর্ষণ করার অভিযোগ উঠেছে সুলতান মাহমুদ সুজনের (৩১) বিরুদ্ধে। সুজন ভাঙ্গুড়া পৌর শহরের হারোপাড়া মহল্লার চৌধুরী পাড়ার আব্দুর রশিদ বাবলুর ছেলে ও এক সন্তানের জনক। এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী ২৪ জুন সোমবার রাতে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। প্রতারণার শিকার ওই নারী জানান, প্রথম স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ায় পরে সে ভাঙ্গুড়া পৌর শহরের হারোপাড়া মহল্লার বিশ্বাসপাড়ায় নিজ বাবার বাড়িতে বসবাস করতেন। একবছর আগে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে সুজনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে রূপপুর পারমাণবিক প্লান্টে কর্মরত সুজন তাকে ঈশ্বরদী ইপিজেডে চাকরির ব্যবস্থা করে দেয়। এরপর থেকে সেও ঈশ্বরদীতে বসবাস করতে শুরু করে। আটমাস আগে সুজন প্রথম স্ত্রীর কথা গোপন করে নোটারি পাবলিকের অ্যাডভোকেট ও নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে তাকে বিয়ে করে।