পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে। ওই ছাত্রী এক দিনমজুর কৃষিশ্রমিকের মেয়ে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুদ্দোজা জানান, শিশুটি বৃহস্পতিবার দুপুরে বাড়িতে টেলিভিশন দেখছিল। এ সময় বাড়িতে তার বাবা-মা বা অন্য কেউ ছিল না। এ সুযোগে ওই গ্রামের তাঁত শ্রমিক রিয়াজ উদ্দিন (৩০) ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না বলতে ভয়ভীতি দেখায়।

ওসি জানান, ঘটনার দুদিন পর ১৮ জানুয়ারি শনিবার নির্যাতিত স্কুলছাত্রী তার মাকে ঘটনা বলে দিলে জানাজানি হয় এবং তার বাবা বাদী হয়ে শনিবার রাতে সুজানগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর স্কুলছাত্রীকে উদ্ধার করে রোববার (১৯ জানুয়ারি) ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর আদালতে হাজির করে ২২ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। ধর্ষক পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এন টিভি অনলাইন

 

মন্তব্য করুন