পিরোজপুরের খানাখুনিরা এলাকায় স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণ করেছে দুই বখাটে। ওই স্কুলছার্থী অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

২ এপ্রিল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

স্কুলছাত্রীর মা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মেয়েকে রেখে পাশের বাড়িতে যান তিনি। সে সময় তার মেয়ে বাড়িতে একা পড়ছিল। এ সময় স্থানীয় বখাটে আউয়াল মোল্লার ছেলে আইভান মোল্লা ও মিন্টু মোল্লার ছেলে মারুফ মোল্লা তার মেয়ের মুখে কাপড় বেঁধে বাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করে হাত-পা বেঁধে পালিয়ে যায়।

কিছু সময় পরে তিনি বাড়ি ফিরে দেখতে পান মেয়ে ঘরে নেই। তখন তিনি ও ছোট ছেলে খুঁজতে বের হন। পরে বাড়ির পেছনে বাগানে হাত-পা বাঁধা অবস্থায় অচেতন মেয়েকে খুঁজে পান। এরপর মেয়েকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

কর্তব্যরত চিকিৎসক মৌসুমী সুলতানা প্রাথমিকভাবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

পরিবর্তন

মন্তব্য করুন