পিরোজপুরের মঠবাড়িয়ায় এক স্কুল শিক্ষিকাকে (৩৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে নৈশ প্রহরী দুলালকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ জুন) সকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার (২ জুন) রাতে নির্যাতিত শিক্ষিকা বাদী হয়ে দুলালসহ তিনজনকে আসামি করে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত দুলাল উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মৃত আ. ছত্তার ফরাজীর ছেলে। সে ৬৭ নম্বর পূর্ব সেনের টিকিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব সেনের টিকিকাটা গ্রামের ওই স্কুল শিক্ষিকা তিন সন্তানের জননীকে স্কুলে যাওয়া-আসার পথে দুলাল প্রায়ই কু-প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন গত ২৪ মে দুপুরে ওই শিক্ষিকাকে ঘরে নিয়ে লম্পট দুলাল জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় ওই শিক্ষিকা বাধা দিলে আসামি স্বপন মুন্সী, এমাদুল হাং চাকু দিয়ে খুন জখমের ভয় দেখায়। পরবর্তীতে শিক্ষিকার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে স্বপন মুন্সী ও এমাদুল দৌড়ে পালিয়ে যায়। এলাকাবাসী দুলালকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় লোক সমাগমের সুযোগে দুলাল পালিয়ে যায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, প্রধান অভিযুক্ত দুলালকে সোমবার সকালে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অধিকার নিউজ

মন্তব্য করুন