পুলিশের ফেসবুক পেজে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে গ্রেফতার রমজান আলীকে (২২) তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

 

শনিবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকারের আদালত এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী।

তিনি বলেন, ‘ফটিকছড়ি থেকে গ্রেফতার যুবককে সাতদিনের রিমান্ড আবেদন করে আজ (শনিবার) আদালতে পাঠানো হয়েছিল। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

এর আগে গতকাল (শুক্রবার) দুপুরে ফটিকছড়ি থেকে রমজানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। বর্তমানে জেলা ডিবি পুলিশ মামলাটি তদন্ত করছেন।

জাগো নিউজ

মন্তব্য করুন