চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইসকন) জঙ্গি বলায় ডিজিটাল নিরাপত্তা আইনে পাঁচলাইশ থানায় মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী, সহসভাপতি অধ্যাপক রণজিৎ দেসহ অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে।
১৪ জুলাই বুধবার রাতে থানায় মামলাটি করেন ইসকনের সেবাদাশ জুয়েল শীল। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবীর।
ইসকনের আইনজীবী শুভাশীষ শর্মা বলেন, ইসকন ধর্মীয় সংগঠন। ধর্ম প্রচারের পাশাপাশি ইসকন ফুড ফর লাইফ, অনাথ ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থা, ধর্মীয় শাস্ত্রের জ্ঞান প্রচারসহ বিভিন্ন মানবিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু গত ২৬ জুন চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তীসহ অন্য কর্মকর্তারা ইসকনকে একটি জঙ্গি সংগঠন এবং তারা সাধুবেশে জঙ্গি তৎপরতা চালায় বলে উল্লেখ করেন, যা বিভিন্ন গণমাধ্যমসহ ডিজিটাল মাধ্যমে প্রচার হয়। ধর্ম প্রচারের সংগঠন ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যায়িত করাসহ বিভিন্ন মানহানিকর শব্দ চয়ন ও লিখিতভাবে প্রচারে সংগঠনের ভাবমূর্তি চরমভাবে বিপন্ন হয়েছে।
এতে বিশ্বের লাখো কোটি ভক্ত অনুরাগীর হৃদয় ও ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত হেনেছে।