ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কেওয়াগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে প্রেমিক মেহেদী হাসান বাবু (১৯) কে সোমবার বিকেলে আটক করেছে থানা পুলিশ। ভিক্টিম নারী (২৬) সোমবার (৬ এপ্রিল) দুপুরে মেহেদী হাসান বাবুকে একমাত্র আসামি করে থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে।
এজাহারে ওই নারী উল্লেখ করেন, পাশের মীরেরচর গ্রামের সোহরাব মোল্যার ছেলে মেহেদী হাসান বাবু গত তিন বছর ধরে তার সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে এসে একাধিকবার ধর্ষণ করে। পরে মেহেদী হাসানকে বিয়ের প্রস্তাব দিলে সে নানা অজুহাত দেখিয়ে এড়িয়ে যায়। পুলিশ ভিক্টিমকে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করেছে। মেহেদী হাসানকে মঙ্গলবার আদালতের মাধ্যমে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়।