করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রচারণা চালিয়ে আসছে টাঙ্গাইলের স্থানীয় প্রশাসন। সঙ্গে যুক্ত হয়েছেন জনপ্রতিনিধিরা। এমনই এক সচেতনতা প্রচারের নামে ঘরের বাইরে আসা মানুষজনকে নির্বিচারে লাঠিপেটা করেছেন পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান আমিন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী উঠেছে সমালোচনার ঝড়।

 

মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে শহরের নিরালা মোড়, পার্ক বাজার, ছয়আনি বাজার, ফলপট্টি, ভিক্টোরিয়া রোড, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সচেতনতামূলক প্রচারণার নামে বাইরে বের হওয়া মানুষজনের ওপর চড়াও হন ওয়ার্ড কাউন্সিলর আমিন।

এ সময় তার সঙ্গে ছিলেন টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খান আহমেদ শুভ, পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল প্রমুখ।

তবে, কাউন্সিলরের এমন কর্মকাণ্ড “বিধিসম্মত” হয়নি বলে মনে করে উপজেলা প্রশাসন।

 

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার নলেজে নেই। তিনি চাইলে এলাকার লোকজনকে ঘরে রাখার জন্য জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে পারেন। কিন্তু শারীরিকভাবে আঘাত করা বিধিসম্মত নয়। ”

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন