বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট ডিগ্রি কলেজের এক ছাত্রীকে দপ্তরি কর্তৃক অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি বুধবার বিকালে অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই কলেজের দপ্তরি মনিরুজ্জামান ওরফে ঠান্ডুকে আটক করেছে। ঠান্ডু উপজেলার ছোটবালুয়া কারিগরপাড়া গ্রামের আবুল হোসেন সরকারের ছেলে। আটক ব্যক্তি মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে জড়িত বলে থানা সূত্র জানায়।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ আব্দুলস্নাহ আল মাসউদ চৌধুরী বলেন, আসামির নামে মামলা দায়েরের পর ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে তাকে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

যায় যায় দিন

মন্তব্য করুন