বরগুনায় এক কিশোরীকে নিজ বাসায় ধর্ষণের সময় স্বামী রাব্বিকে হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী। শুক্রবার দুপুরে বরগুনা থানা মসজিদ এলাকার আবু জাফরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বরগুনা থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।
রাব্বি বরগুনা এলজিইডি অফিসের কর্মকর্তা কামরুল ইসলামের ছেলে। পুলিশ তাকে গ্রেফতার করেছে।
জানা যায়, ৬ আগস্ট শুক্রবার দুপুরে নাথপট্টি সড়কের এক কিশোরীকে রাব্বি নিজ বাসায় ধর্ষণ করার সময় তার স্ত্রী স্মৃতি আক্তার বাসায় ঢুকে হাতেনাতে ধরে ফেলে। স্মৃতি আক্তার বরগুনা থানায় ফোন দিলে রাব্বি পালিয়ে যায়।
পুলিশ ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যায় থানাপাড়া এলাকা থেকে রাব্বিকে গ্রেফতার করে। রাব্বির মা জেসমিন সুলতানা পৌরসভায় চাকরি করেন। তারা শহরের রেস্ট হাউজ বোর্ডিংয়ের পেছনে একটি ভাড়া বাসায় থাকেন।
বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, গ্রেফতারকৃত রাব্বির বিরুদ্ধে ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা করেছে। শনিবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য আদালতে নেয়া হবে।