বরগুনা সদরের ক্রোক এলাকার মোহাম্মাদিয়া জামে মসজিদ থেকে ইমরান (১৪) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৮ অক্টোবর ফজরের নামাজের সময় তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখেন মসজিদের ইমাম। ইমরান সদর উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের কোরক এলাকার খলিল ফিটারের ছেলে। সে স্থানীয় প্রাইভেট কনফিডেন্স মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। এ বিষয়ে ইমরানের বাবা খলিল জানান, শহরের কনফিডেন্স স্কুলে তার ছেলে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। বিকালে কোচিং শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরে স্কুলব্যাগ রেখে বাসা থেকে বের হয়। গভীর রাত পর্যন্ত বাসায় না ফেরায় রাতে ইমরানকে খোঁজাখুঁজি করে তার মা-বাবা। কিন্তু কোনো সন্ধান মেলেনি।
গতকাল ফজরের আজানের জন্য মসজিদে মোয়াজ্জিন এসে মরদেহটি বারান্দার বাইরে ঝুলতে দেখেন।

এ সময় লাশের সঙ্গে একটি মোবাইল পাওয়া যায়। নামাজের পর মসজিদের মুসল্লিরা ইমরানের মা-বাবাকে খবর দেন। বরগুনা থানার ওসি মো. আবির হোসেন মোহাম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এটা হত্যাকাণ্ড না আত্মহত্যা ময়নাতদন্তের পর বলা যাবে। মৃত্যুর কারণ খুঁজতে কাজ করছে পুলিশ।

মানব জমিন

মন্তব্য করুন