বরিশাল উদীচী’র জেলার সভাপতি ও স্থানীয় ‘দৈনিক ভোরের আলো’ পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরণকে জীবননাশের হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনাটির তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

 

রোববার (৯ আগস্ট) দুপুরে নগরীর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন সাইফুর রহমান মিরণ নিজেই। জিডিতে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার উদীচী কার্যালয়ে চিঠির বাক্স খুলে বেনামে একটি চিঠি পান।

স্থানীয় নানান ইস্যুতে আন্দোলনে সম্পৃক্ত থাকায় তা থেকে বিরত থাকতে বলা হয়। না হলে পরোক্ষভাবে হত্যার হুমকি দেয়া হয়েছে। সাধারণ ডায়েরি গ্রহণ করে তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

সময় নিউজ টিভি

মন্তব্য করুন