বুধবার (১০ এপ্রিল) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তারিক রহমান রাজবাড়ী জেলার গোদাগাড়ি থানার চর বয়ারমারী গ্রামের তোপজুল হকের ছেলে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান আহমেদ বলেন, গত রোববার (৭ এপ্রিল) সকালে বরিশাল থেকে একটি পিকআপ ভ্যান সেন্টারিংয়ের গাছ নিয়ে রাজবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলো। এসময় বরিশাল-ঢাকা মহাসড়কের সাতমাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আশিকুর রহমান (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। আহত হয়েছিলেন পিকআপ চালকসহ আরও পাঁচজন। নিহত আশিকুর রহমানও রাজবাড়ী গোদাগাড়ী থানার বাসিন্দা।
তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে থেকে বুধবার ভোরে চিকিৎসাধীন তারিক রহমানের মৃত্যু হয়।
স্বজনদের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই সুলতান আহমেদ।