বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ সরদারের বিরুদ্ধে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর আদালতে নির্যাতিত স্কুল শিক্ষার্থীর বাবা বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলায় মাসুদের সহযোগী হিসেবে চিতলমারী উপজেলার বড়গুনী এলাকার আইউব সরদারের ছেলে ছবির সরদারকেও আসামি করেছেন বাদীর বাবা।
শিক্ষার্থীর বাবার আবেদন আমলে নিয়ে বাগেরহাট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগশণ (পিবিআই)কে ১৫ কার্যদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক এস এম সাইফুল ইসলাম।
মামলার বাদী তার আরজিতে উল্লেখ করেন, ‘শনিবার (৯ জানুয়ারি) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ওই স্কুল শিক্ষার্থী ঘরের বাইরে বের হয়। পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা চেয়ারম্যান মাসুদ সরদার, একই এলাকার ছবির সরদারসহ আরও দু-তিনজন ওই শিক্ষার্থীকে ধরে সুপারি গাছের বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে পরিবারের লোকজনসহ স্থানীয়রা ছুটে আসলে চেয়ারম্যান ও তার লোকজন পালিয়ে যায়।’
বাদী আরও জানান, ‘দু-তিন মাস পূর্ব থেকে চেয়ারম্যান মাসুদ সরদার আমার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। আমি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে জানালেও কোন প্রতিকার পাইনি। আমি আমার মেয়েকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’