ব্লগার আসিফ মহিউদ্দীনকে ৩ এপ্রিল বুধবার গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আসিফের বড় বোন জাহেদা মেহরুন নেছা দাবি করেন, আহত হওয়ার পর থেকেই আসিফ সেগুনবাগিচায় তাঁর আরেক বোনের বাসায় থাকতেন। আজ ভোর থেকে পুলিশ তিনবার ওই বাসায় যায়। একপর্যায়ে পুলিশ আসিফকে ডিবি কার্যালয়ে নিয়ে যেতে বলে। বেলা সাড়ে ১১টার দিকে ডিবি কার্যালয়ে যান আসিফ। প্রথমে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

১৪ জানুয়ারি রাতে রাজধানীর উত্তরায় ব্লগার আসিফের ওপর হামলা চালানো হয়। এর সঙ্গে জড়িত সন্দেহে ৩১ মার্চ ডিবি পুলিশ ঢাকার শেওড়াপাড়া, যাত্রাবাড়ী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে চার যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: সাদ আল নাহিন (২৪), কাউসার (২৬), কামাল (২৩) ও নিরাপত্তাকর্মী কামাল (২৮)।
গত ১৪ জানুয়ারি রাত নয়টার দিকে উত্তরায় নিজের কার্যালয়ের সামনে হামলার শিকার হয়ে আসিফ প্রাণে বেঁচে গেলেও শরীরে গুরুতর কয়েকটি জখম নিয়ে দীর্ঘ সময় হাসপাতালে কাটান। এর এক মাস পর ১৫ ফেব্রুয়ারি রাতে মিরপুরে নিজের বাসার সামনে ছুরিকাঘাত করে হত্যা করা হয় আরেক ব্লগার আহমেদ রাজীব হায়দারকে। রাজীব হত্যা মামলায় পুলিশ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করে।

প্রথম আলো

মন্তব্য করুন