বিশাকা প্রকাশনীর স্বত্বাধিকারী, ব্লগার ও মুক্তমনা লেখক শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা করেছে ইসলামি সন্ত্রাসীরা। ২০১৮ সালের ১১ই জুন সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কাকালদী গ্রামে এই ঘটনা ঘটে। শাহজাহান বাচ্চুর বাড়ি ওই গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাকালদি এলাকায় একটি ওষুধের দোকানে বসে ছিলেন শাহজাহান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন এসে প্রথমে বোমা বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে। লোকজন আশপাশ থেকে সরে গেলে শাহজাহানকে তারা দোকান থেকে বের করে এনে কাছ থেকে বুকে গুলি করে। হামলাকারীদের সবার মুখ কালো কাপড়ে ঢাকা ছিল।
নির্মম হত্যাকাণ্ডের এক মাসেরও বেশী সময় পরে হত্যার দায় স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখিত বক্তব্য ও ভিডিও পোস্ট করে নিষিদ্ধঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।