ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদকে নিয়ে কথিত কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করার গুজব ওঠায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দেকে (৫০) আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে গৌরাঙ্গ চন্দ্র দেকে ৫৪ ধারায় আটক করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

এদিকে হযরত মুহাম্মদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে উগ্রপন্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা বিক্ষোভ সমাবেশ করেছে। আগামী ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেন সংগঠনের নেতা কর্মীরা।
জানা যায়, বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে সাড়ে ৯ টায় গৌরাঙ্গ (Gourango) নামের একটি ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে জয় রাম নামের ফেসবুক আইডির মেসেঞ্জারে মুহাম্মদকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেছে বলে সঙ্ঘবদ্ধভাবে গুজব ছড়ানো হয়। পরবর্তীতে জয় রাম নামের ফেসবুক আইডিতে গৌরাঙ্গ নামের এই আইডির কথোপকথন স্কিনসট (ছবি) করে পোস্ট করেন। এতে গৌরাঙ্গকে মোসলমান দমনে সেরা নেতা দাবি করা হয়। যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় উগ্রপন্থী একটি চক্র। এতে জেলার ধর্মান্ধ মুসলমানদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।

এ ঘটনায় রাতেই ভোলা সদর মডেল থানায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে নিজে একটি সাধারণ ডায়েরি করেন। এবং নিজের নিরাপত্তার জন্য থানায় অবস্থান নেন।

ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, প্রকৃত ঘটনা উদঘাটনের কাজ চলছে। গৌরাঙ্গ চন্দ্র দেকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসাবে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং নিরাপত্তার জন্য তার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক

মন্তব্য করুন