রাজধানীর মহাখালী থেকে উগ্রবাদী বইসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-২। আটক ব্যক্তিরা হলো— টাঙ্গাইল জেলার সখীপুরের মো. রুহুল আমিন মল্লিক (৩৮) ও ঢাকার পল্লবীর মো.মোস্তাফিজুর রহমান (৬৩)।

 

বুধবার (১০ জুন) দুপুরে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. জাহিদ আহসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই, পরিকল্পনার কাজে ব্যবহৃত দুটি কম্পিউটারের সিপিইউ ও একটি মোবাইল জব্দ করা হয়।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব কর্মকর্তা বলেন, ‘মোস্তাফিজুর রহমান একজন জেএমবি সদস্যের মাধ্যমে এই সংগঠনে অন্তর্ভুক্ত হয় এবং পরবর্তীতে অন্য এক সদস্য মো.রুহুর আমিন মল্লিকের সঙ্গে যোগাযোগ করে একত্রিত হয়। আসামিরাসহ অন্যান্য জেএমবি সদস্যরা মাসের সুবিধাজনক সময়ে ঢাকার বিভিন্ন এলাকায় মিলিত হয়। নির্ধারিত গোপন স্থানে একত্রিত হয়ে জেএমবির ভবিষ্যৎ কর্মপন্থা, সদস্য বৃদ্ধি, সদস্যপদ গ্রহণ, ফান্ড সংগ্রহ এবং অন্যান্য ব্যাপারে আলোচনা করতো।’

জঙ্গি সংগঠন জেএমবি’র বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা জাহিদ আহসান।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন