টাঙ্গাইলের দেলদুয়ারে আমির হামজা নামের ১২ বছরের এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ মাদ্রাসা কর্তৃপক্ষ পরিকল্পিত ভাবে হত্যা করে বাঁশঝাড়ে মরদেহ ঝুলিয়ে রাখে। সে স্থানীয় তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ও সে উপজেলার চকতৈল গ্রামের রফিক মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয়দের দাবী, ২৭ ডিসেম্বর আমির হামজা দুপুরে বাড়ি থেকে খাবার খেয়ে প্রতিদিনের মতো মাদ্রাসায় চলে আসে। পরে ২৮ ডিসেম্বর সকালে মাদ্রাসার এক শিক্ষার্থী আমির হামজার পরিবারকে জানায় আমির হামজা বাঁশঝাড়ের একটি বাঁশের সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহটির পা মাটির সাথে ঠেকানো ও হাঁটু ভাজ করা দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ শিশুটির মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এব্যাপারে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিড়াজ করছে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেছে জানিয়েছে পুলিশ।