মানবজমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। ‘মিথ্যা সংবাদ প্রকাশ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার’ অভিযোগে এই মামলায় আরও ৩১ জনকে আসামি করা হয়েছে।

 

৯ মার্চ সোমবার রাতে আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলাটি করেছেন বলে জানান থানার উপপরিদর্শক সুজানুর ইসলাম।

মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তরা বহিষ্কৃত যুব মহিলা লীগ নেতা শামীমা নূর পাপিয়াকে নিয়ে মিথ্যা বানোয়াট-তথ্য সম্বলিত সংবাদ প্রচার করেছেন।

মামলার অভিযোগে আরও বলা হয়, অন্যায়ভাবে মিথ্যা সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অভিযুক্তরা তার সম্মানহানি করেছে এবং এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। এ ধরনের সংবাদ পরিবেশনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ব্যাপারে মতিউর রহমান বলেন, আমাদের প্রতিবেদনে কারও নাম উল্লেখ করিনি। সুতরাং কারও মানহানি হওয়ারও সুযোগ নেই।

মামলার অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন—পত্রিকাটির সংবাদদাতা (স্টাফ রিপোর্টার) আল আমিন ও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের নাম জড়িয়ে সংবাদটি যারা শেয়ার করেছেন, যোগ করেন সুজানুর।

ডেইলি স্টার

মন্তব্য করুন