মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এক সংখ্যালঘু সহকারী শিক্ষকের কন্যা মোহনগঞ্জ মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর দু’টায় পার্শ্ববর্তী বারহাট্টা থানার সিংধা ভরতপুর গ্রামে। জানা গেছে, ঘটনার দিন ওই ছাত্রী যখন কলেজ থেকে বাড়ি ফিরছিল তখন থুনাল্লারচর গ্রামের মৃত শারমান মুন্সির ছেলে শহীদ (৩০) ও চরসিংধা গ্রামের মৃত লাল হোসেনের ছেলে সুমন (২৫) ধারালো অস্ত্রের মুখে ছাত্রীটিকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা বারহাট্টা থানা কর্তৃপক্ষকে অবহিত করলে পুলিশ দ্রুত এসে ধর্ষিতাকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে আসে এবং সেখান থেকে পুলিশ হেফাজতে ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে পুলিশ তাৎক্ষণিকভাবে সুমনের বড় ভাই তারা মিয়া ও রাইছ মিয়াকে গ্রেফতার করেছে। মূল আসামিদ্বয় পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকার অভিভাবকরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন।
সংবাদ, ২১ জুন ২০০২