ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক গৃহকর্তার বিরুদ্ধে গৃহকর্মীরকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ৫ জুন শুক্রবার জেলহাজতে পাঠিয়েছে।

 

এদিকে ধর্ষিতাকে আগামীকাল ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ওই ধর্ষিতার বাড়ি উপজেলার সোহাগি ইউনিয়নের ভালুকবের গ্রামে। সম্প্রতি তিনি পাশের সরিষা ইউনিয়নের রামেস্বপুর কাছিমপুর গ্রামের মৃত জোবেদ আলীর ছেলে মো. ইদ্রিস আলীর (৪৫) বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ শুরু করেন। এ অবস্থায় গৃহকর্তার স্ত্রী বাড়িতে না থাকার সুবাদে তাঁকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় ঘটনাটি কাউকে না বলার জন্য ওই গৃহকর্তা বিয়ের প্রতিশ্রুতিও দেন। একপর্যায়ে নির্যাতনের স্বীকার গৃহপরিচারিকা চলে গেলে অভিযুক্ত গৃহকর্তা গৃহপরিচারিকার বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে এলাকায় ব্যাপক প্রচার শুরু করে।

পরে গৃহপরিচারিকা এলাকায় ধর্ষণের বিচার চেয়ে না পেয়ে থানার আশ্রয় নেন। মামলার বাদি গৃহপরিচারিকার স্বামীর বড় বোন জানান, মামলার পর রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করলে অভিযুক্তের পরিবারের লোকজন তাঁকে বিভিন্ন ভয় ভীতি দেখাচ্ছে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য।

এ ব্যপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ মামলা দায়ের ও অভিযুক্তকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন।

কালের কণ্ঠ

মন্তব্য করুন