ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় চকলেটের প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগে বদর উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে তারাকান্দা থানায় মামলার দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গত ২ জানুয়ারি আট বছর বয়সের ওই শিশু বদর উদ্দিনের বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় বদর শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে কৌশলে তাঁর ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা শালিস দরবার করে মীমাংসা করে দেওয়ার কথা বলে সময় পার করছিল।

এদিকে ১৩ জানুয়ারি সোমবার বিকেলে ওসি আবুল খায়ের এই খবর জানতে পেরে ধর্ষিতার বাড়িতে যান। নির্যাতিত শিশু ও তার মাকে থানায় নিয়ে আসেন। রাতে শিশুটির মা বাদী হয়ে একটি মামলা করেন। পরে দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত বদর উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি আরো জানান, আজ সকালে ভিকটিমকে শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত বদর উদ্দিনকে পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছেন। আজ তাঁকে ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হলে আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এন টিভি অনলাইন

মন্তব্য করুন