ময়মনসিংহের ভালুকায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে স্কুল পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের বড়চালা নছিরন নহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে স্কুল পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি বুধবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগে জানা যায়, বড়চালা নছিরন নহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান ১৫ ফেব্রুয়ারি স্কুল চলাকালে পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থীকে মিথ্যা বলে স্কুল ভবনের ছাদে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে ছাদের একটি ভবনে তাদের ভয়ভীতি দেখিয়ে যৌন হয়রানি করে। ঘটনাটি স্কুল ছুটির পর শিক্ষার্থীরা অভিভাবকদের জানালে তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি স্কুল পরিচালনা কমিটির সভাপতিকে জানান। পরে শিক্ষা অফিসার, স্থানীয় ইউপি মেম্বার, অভিভাবক ও অন্য সহকারী শিক্ষকরা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পান।

উল্লেখ্য, এর আগেও হাবিবুর রহমান একই ইউনিয়নের দক্ষিণ ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকাকালে অনৈতিক কর্মকাণ্ডের জন্য বদলি হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ জানান, এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। ভালুকা মডেল থানার ওসি মাইনুদ্দিন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিউল মিয়া জানান, ঘটনাটি শুনেছি, শিক্ষা অফিসারকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে।

ভোরের কাগজ

মন্তব্য করুন