ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে চার জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২৯ মার্চ) সকাল ৬টায় এই অভিযান চালানো হয়। ৩০ মার্চ সোমবার দুপুরে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি মো. তফিকুল আলম।

 

গ্রেফতারকৃতরা হচ্ছে– মো. শরিফ মিয়া (১৮), বাবা– আব্দুল সামাদ, সাং– নটাকুড়ি, মুক্তাগাছা; একই উপজেলার মো. আইয়ুব আলী (২৫), বাবা– মো. হাবিবুর রহমান, সাং– মলাজানি; মো. নজরুল ইসলাম (৫৫), বাবা– অহেদ আলী, সাং– মলাজানি এবং মো. এরশাদ আলী (২৩), বাবা– মো. মজিবুর রহমান, সাং– মলাজানি। তাদের কাছ থেকে একটি মোবাইল, সাতটি জিহাদি বই, লিফলেট, মাসিক পত্রিকা, ব্যাগ উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

মো. তফিকুল আলম জানান, মুক্তাগাছা উপজেলার বিন্নাকুড়ি গ্রামের বিন্নাকুড়ি দাখিল মাদ্রাসার পাশে পরিত্যক্ত টিনের ঘরে নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্যরা নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এ অভিযান চালায়। আসামিরা নিজেদের জেএমবির সক্রিয় সদস্য হিসেবে পরিচয় দেয় বলে জিজ্ঞাসাবাদে জানায়। তাদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন