যশোর শহরের চাঁচড়া রায়পাড়ায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে।
সর্বশেষ বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় নিজ বাড়ির ছাদে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন আব্দুস সাত্তার। পরে বিষয়টি জানাজানি হলে রাতে শিশুটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
শিশুটির মা বলেন, ‘সন্ধ্যায় মেয়ের শরীরে রক্ত দেখে কারণ জানতে চাইলে সে আমাকে সব খুলে বলে। এর আগেও (আব্দুস সাত্তার) কয়েকবার বাড়ির ছাদে নিয়ে আমার মেয়ের সর্বনাশ করেছে। আমি তার বিচার চাই।’
অভিযুক্ত সাত্তারের স্ত্রী লেবু বেগম বলেন, ‘ঘটনা শুনে আমি তাকে পিটিয়েছি। এরপর সে বাড়ি ছেড়ে চট্টগ্রাম চলে গেছে।’
চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহজাহান আহম্মেদ বলেন, ‘শিশুটির পরিবার আব্দুস সাত্তারের বাড়িতে ভাড়া থাকে। তিনি শিশুটিকে বাড়ির ছাদে নিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন বলে অভিযোগ আছে। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে শিশুটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। শুক্রবার তার ডাক্তারি পরীক্ষা করা হবে। আর ঘটনার পর অভিযুক্ত ধর্ষক বাড়ি ছেড়ে পালিয়েছেন।’