মাঝরাতে মদ খেয়ে এক গৃহবধূর শ্লীলতাহানি ও মারপিট করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় যশোরের বেনাপোল পৌরসভার ছোটআঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ রাতেই স্থানীয় বাবু সরদারকে (৪৫) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বাবু সরদার বেনাপোল পৌরসভার ছোটআচঁড়া গ্রামের মৃত আকবর আলী ওরফে ক্লে আকবরের ছেলে।
ঘটনার শিকার গৃহবধূর স্বামী জানান, রাত সাড়ে ১২টার দিকে তার স্ত্রী বাথরুম থেকে ঘরে আসার সময় স্থানীয় বাবু সরদার মদ্যপ অবস্থায় তাকে জড়িয়ে ধরে। স্ত্রীর চিৎকারে শুনে তিনি এগিয়ে গেলে বাবু সরদারের হাতে থাকা লাইট দিয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করে। এতে তার স্ত্রীর গুরুতর যখম হয়। এ সময় অজ্ঞান হয়ে পড়লে বাবু সরদার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্ত্রীকে উদ্ধার করে নাভারন বুরুজ বাগান হাতাপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় বেনাপোল পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি শান্তিপদ গাঙ্গুলী বলেন, গভীর রাতে চিৎকারের শব্দে ঘর থেকে বের হয়ে ঘটনাস্থলে গেলে বাবু সরদার দৌড়ে এসে আমার মাথায়ও লাইট দিয়ে আঘাত করে। পরে থানায় ফোন করলে পুলিশ এসে বাবু সরদারকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
এ ব্যাপারে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, রাতে অভিযোগ পেয়ে বাবু সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। ১ এপ্রল বুধবার সকাল ১০টার দিকে বেনাপোল পোর্ট থানায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে শ্লীলতাহানির অভিযোগ করেছেন।