যশোরের শার্শায় তৃতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় লিয়াকত আলী নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার বেনেখড়ি গ্রামে। আটক শিক্ষক লিয়াকত আলী বেনেখড়ি গ্রামের মৃত ইউছুপ মোড়লের ছেলে। নির্যাতিত ছাত্রীর মা বাদী হয়ে শার্শা থানায় মামলাটি করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ জানুয়ারি বৃহস্পতিবার শার্শার বেনেখড়ি ফোরকানীয় মাদ্রাসার শিক্ষক ক্বারী লিয়াকত আলীর বিরুদ্ধে এক ছাত্রীর মা তার মেয়েকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করে শার্শা থানায় একটি মামলা করে। অভিযোগ পেয়ে পুলিশ শুক্রবার রাতে শিক্ষক লিয়াকত আলীকে আটক করে।
ছাত্রীর মা বলেন, গত ৩০ জানুয়ারি বুধবার তার মেয়েকে মাদ্রাসায় আটকে রেখে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে মাদ্রাসার শিক্ষক লিয়াকত আলী। পরে ঘটনাটি সে তার মেয়ের মুখে শুনে শিক্ষক লিয়াকত আলীর কাছে যান। কিন্তু শিক্ষক তাকে পাত্তা দেয়নি।
এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, শিক্ষক লিয়াকত আলীর বিরুদ্ধে ধর্ষন চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। আটক আটককৃতকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।