যশোরের শার্শা উপজেলায় স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান, উপজেলার বামুনিয়া সোনাতনকাটি গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে।

 

২৬ জুলাই সোমবার রাতে থানায় মামলা হলে সাগর হোসেন (১৮) নামের ওই তরুণকে তারা গ্রেপ্তার করেন।

সাগর সোনাতনকাটি গ্রামের আখতারুল ইসলামের ছেলে।

মামলার বরাতে ওসি বলেন, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মেয়েটির বাড়িও (১৩) বামুনিয়া সোনাতনকাটি গ্রামে। শনিবার রাতে পাশের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে সাগরসহ তিনজন মেয়েটিকে ধর্ষণ করে।

পরে তারা মেয়েটিকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে তিনজন পালিয়ে যায়।

এ ঘটনায় তিনজনের নামে শার্শা থানায় ধর্ষণের মামলা হয়েছে।বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মন্তব্য করুন