যুবলীগ নেতার বিরুদ্ধে বাগেরহাটের এক তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে অভয়নগরে এনে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা হয়েছে।

অভিযুক্ত নাজিম মোল্যা (৩৫) উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সোনাতলা গ্রামের মৃত নওশের মোল্যার ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত নাজিম মোল্যা দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোনের মাধ্যমে বাগেরহাট জেলার রামপাল থানার দেবুরহাট গ্রামের একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে গত ৯ অক্টোবর বাগেরহাট থেকে ওই মেয়েকে বিয়ে করার কথা বলে অভয়নগরে নিয়ে আসেন এবং সন্ধ্যায় নিজ গ্রাম সোনাতলার সাহিদুল সরদারের বাড়িতে নিয়ে যান।

সাহিদুল তার বাড়িতে ওই মেয়ে ও নাজিমকে আশ্রয় দিতে রাজি না হলে নাজিম দলীয় প্রভাব খাটিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এক পর্যায়ে সাহিদুল তার বাড়ির একটি কক্ষে তাদের থাকার অনুমতি দিলে ওই রাত থেকে নাজিম মেয়েটির ওপর শারীরিক নির্যাতন শুরু করেন।

এলাকাবাসী জানায়, গত (১০ অক্টোবর) বৃহস্পতিবার সাহিদুল সরদার জানান, তারই বাড়িতে এক বহিরাগত তরুণীকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করছে নাজিম মোল্যা। বিষয়টি জানার পর গ্রামবাসী ওই বাড়ি ঘিরে ফেলে এবং তরুণীকে উদ্ধার করে স্থানীয় পুলিশ ক্যাম্পে হস্তান্তর করে। এসময় ধর্ষক নাজিম তার ভোটার আইডি কার্ডসহ মানিব্যাগ ফেলে পালিয়ে যায়।

এ ব্যাপারে স্থানীয় আমতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই গৌতম বলেন, শনিবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নাজিম মোল্যার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

ইউএনবি

মন্তব্য করুন