রংপুরে দুই ছাত্রকে বিচারের নামে বেত্রাঘাত ও জুতার মালা পরিয়ে নির্যাতনের অভিযোগে তিন মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ ফেব্রুয়ারি  রোববারের এ ঘটনায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক ছাত্রকেও গ্রেপ্তার করা হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে রংপুর সদর উপজেলা ও বদরগঞ্জ সীমান্ত এলাকার ভিআইপি শাহাদৎ হোসেন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভিআইপি শাহাদৎ হোসেন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসায় দুই ছাত্র বলাৎকারের ঘটনা ঘটায়। রোববার রাতে মাদ্রাসার মোহতামিম শামীম কাজি, শিক্ষক হুমায়ুন ও হারুন-অর-রশিদ ওই দুই ছাত্রকে বেত্রাঘাত করে গলায় জুতার মালা পরিয়ে দেন। পরে এক ছাত্রের পরিবার কোতোয়ালি থানায় নির্যাতনের অভিযোগ করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রকে নির্যাতনের অভিযোগে ওই তিন শিক্ষককে গ্রেপ্তার করে।

রংপুর কোতোয়ালি থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, দুই ছাত্রকে বিচারের নামে বেত্রাঘাত ও জুতার মালা পরিয়ে নির্যাতন এবং বলাৎকারের ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সমকাল

মন্তব্য করুন