পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় আদিবাসী রাখাইন সম্প্রদায়ের দেবালয় সম্পত্তিসহ ব্যক্তি মালিকানাধীন জমি দখলের ঘটনায় উদ্বেগ প্রকাশ, ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন। সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ। 

 

বৃহষ্পতিবার (১৫ জুলাই) এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

এই বিবৃতিতে জনাব সালেহ আহমেদ বলেন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় আদিবাসী রাখাইন সম্প্রদায়ের দেবালয় সম্পত্তিসহ ব্যক্তি মালিকানাধীন জমি দখলের অভিযোগ উঠেছে। এই সম্পত্তির উপর আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে দখল করছে স্থানীয় প্রভাবশালী চিহ্নিত একটি ভূমিদস্যু চক্র। বৌদ্ধ বিহার কমিটি ও আদিবাসী রাখাইন সম্প্রদায়ের পক্ষ থেকে বৌদ্ধ বিহারের জায়গা বাদ দিয়ে কাজ করতে অনুরোধের পরেও দখলদাররা জোড়পূর্বক বেড়া দিয়ে বালু ভরাটের কাজ করছে। তাদের হুমকীতে আদিবাসী রাখাইন সম্প্রদায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

সংগঠনটির দপ্তর সম্পাদক বিপ্লব চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

আইপি নিউজ

মন্তব্য করুন