পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের দেবালয় সম্পত্তি দখলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বেশ কয়েকজন বিশিষট নাগরিক। তারা অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তসহ ঘটনায় জড়িতদের গ্রেফতার বিচার ও ভুক্তভোগী রাখাইন সম্প্রদায়ের নিরাপত্তা বিধান করার দাবি জানান।
শনিবার (৩১ জুলাই) সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে নাগরিকেরা এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় আদিবাসী সম্প্রদায়ের দেবালয় সম্পত্তিসহ ব্যক্তি মালিকানাধীন জমি দখলের অভিযোগ উঠেছে। এই সম্পত্তির ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে দখল করছে স্থানীয় প্রভাবশালী চিহ্নিত একটি ভূমিদস্যু চক্র বৌদ্ধ বিহার কমিটি ও রাখাইন সম্প্রদায়ের পক্ষ থেকে বৌদ্ধ বিহারের জায়গা বাদ দিয়ে কাজ করতে অনুরোধের পরেও দখলদাররা জোরপূর্বক বেড়া দিয়ে বালু ভরাটের কাজ করছে। তাদের হুমকিতে রাখাইন সম্প্রদায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
বিবৃতিতে অ্যাডভোকেট সুলতানা কামাল, পঙ্কজ ভট্টাচার্য, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, রামেন্দু মজুমদার, ডা. সারওয়ার আলী, ডা. ফওজিয়া মোসলেম, অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত, অধ্যাপক এম. এম. আকাশ, খুশী কবির, রোকেয়া কবির, রোবায়েত ফেরদৌস প্রমূখের নাম উল্লেখ করা হয়।