রাজধানীতে কাফরুলের ইমাননগরে থার্টিফার্স্ট নাইটে স্বেচ্ছাসেবক লীগ কার্যালয়ে স্বামীকে আটকে মেরে ফেলার হুমকি দিয়ে এক পোশাককর্মীকে (২৭) ধর্ষণের অভিযোগ উঠেছে সংগঠনটির দুই কর্মী ছাড়াও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত তিনজন হলেন- জনি দেওয়ান ওরফে মুরগি জনি, আতিক দেওয়ান ও জাহাঙ্গীর আলম। প্রথম দুজন স্বেচ্ছাসেবক লীগের কর্মী।
৪ জানুয়ারি শনিবার রাতে অভিযুক্তদের বিরুদ্ধে কাফরুল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী। শারীরিক পরীক্ষার জন্য তাকে গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
পুলিশ ইতোমধ্যে নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে আদালতে তোলার পর বিচারক তাকে কারাগারে পাঠিয়ে দেন। অন্যদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের ওই দুই কর্মীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই রবিউল আলম আমাদের সময়কে জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।