রাজধানীর গুলিস্তান এলাকায় ককটেল (বোমা) হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। ২৯ এপ্রিল সোমবার রাত ৮টার দিকে বঙ্গবন্ধু শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় দুই মিনিটের জন্য বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া ঘটনার সময় ওই এলাকার আহাদ পুলিশ বক্স লক্ষ্য করেও বোমা হামলা চালানো হয়।

আহতরা হলেন, ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭) ও মো. লিটন এবং কমিউনিটি পুলিশ মো. আশিক (২৬)। তাদেরকে প্রথমে রাজারবাগ পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে হামলার পাঁচ ঘণ্টা পর এই ঘটনার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস (আইএস)। সাইট ইন্টেলিজেন্সের পরিচালক রিটা কাৎজ এক টুইট বার্তায় এ তথ্য জানান। একই বার্তা প্রচার করা হয় তাদের ওয়েবসাইটেও।

রিটা কাৎজ জানান, ২০১৭ সালের মার্চ মাসের পর বাংলাদেশে এই প্রথম হামলা চালালো আইএস। ২ বছরের মাথা এই হামলা চালানো হয়েছে। আইইডি নিক্ষেপ করা হয়েছে পুলিশদের লক্ষ্য করে। শ্রীলঙ্কায় হামলার পরই এই হামলা চালানো হয়েছে।

কালের কণ্ঠ

মন্তব্য করুন