রাজধানীর মতিঝিল থেকে গোপন বৈঠকের সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

২৩ মার্চ সোমবার রাতে মতিঝিল আরামবাগ এলাকা থেকে গোপন বৈঠকের সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, রিদওয়ান মাহমুদ (২৭), ফয়েজ মোহাম্মদ (২০) ও মাহিন ফয়সাল (৩৩)। এসময় তাদের কাছ থেকে জিহাদী বই ও মোবাইল উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফাইজুল ইসলামর এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের (জেএমবি) সক্রিয় সদস্যরা গোপন বৈঠক করছে। রাতে অভিযান পরিচালনা করে আরামবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের জিহাদী, আত্মঘাতী এবং উগ্রপন্থিমূলক ছবি, বয়ান, মন্তব্য এবং ভিডিও পোস্ট দিয়ে তাদের অনুসারীদের এসব কাজে উদ্বুদ্ধ করত। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

ডেইলি বাংলাদেশ

 

মন্তব্য করুন