রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় আট বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মো. শাহজালাল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী।

 

তিনি জানান, অভিযুক্ত শাহজালাল পেশায় একজন দিনমজুর। সে ভুক্তভোগী শিশুর প্রতিবেশী।

পুলিশ জানায়, ভুক্তভোগীর পরিবার তালতলা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকে। একই ভবনের নিচ তলায় শাহজালাল তার পরিবার নিয়ে থাকে। শনিবার ভুক্তভোগী শিশুকে ফুসলিয়ে ওই ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যৌন নিপীড়ন চালায় শাহজালাল। এ সময় শিশুটির বড় ভাই ঘটনাটি দেখে ফেলে।

এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর মা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটিকে মামলা হিসেবে আমলে নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত শাহজালালকে গ্রেফতার করে পুলিশ।

ওসি জানে আলম মুন্সি বলেন “এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগী শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি শাহজালালকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।”

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন