রাজবাড়ীতে চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গৃহশিক্ষক আনোয়ার ব্যাপারীকে (১৮) আটক করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

২ ডিসেম্বর সোমবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান।
আটক আনোয়ার ব্যাপারী রাজবাড়ী সদর উপজেলার বারবাকপুর গ্রামের লতিফ ব্যাপারীর ছেলে।
আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, গেল এক নভেম্বর ফরিদপুর র‌্যাব ক্যাম্পে এসে গৃহশিক্ষক আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ করে ধর্ষণের শিকার ওই শিশুর অভিভাবকরা। পরে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্যের মাধ্যমে তদন্ত করে এ অভিযোগের সত্যতা পায়। পরে প্রযুক্তির সহায়তা নিয়ে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে তাকে আটক করে।
এ সময় আসামি আনোয়ার ব্যাপারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি ভিকটিমকে মারপিট করে গলাটিপে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছেন।
আটক আনোয়ারকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

আর টিভি অনলাইন

মন্তব্য করুন