রাজবাড়ী সদর উপ‌জেলার ড্রাইচ ফ্যাক্টরি এলাকায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইবুন্যাল। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদা‌য়ে ছয় মাসের কারাদণ্ড দি‌য়ে‌ছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল।

 

১৬ মার্চ মঙ্গলবার দুপু‌রে রাজবাড়ীর নারী ও‌ শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যা‌লের বিচারক শার‌মিন নিগার এ রায় দেন। এ সময় মামলা ২নম্বর আসামি মোস্তফা ফ‌কির ছাড়া অন্য আসামিরা আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

দণ্ডপ্রাপ্তরা হ‌লেন- আল আমিন ফ‌কির, মোস্তফা ফ‌কির (পালাতক), আকাশ সরকার, ফজলুর রহমান, ‌মো. সুজন ও (৬) মো. বাবু ব্যাপারী ওর‌ফে কমান্ডার।

জানা গে‌ছে, ২০১৯ সা‌লে এক স্কুলছাত্রীর সঙ্গে ড্রাইস ফ্যাক্টরি এলাকার মৃত ইউনুচ খার ছে‌লে সুজ‌নের সঙ্গে প্রে‌মের সস্পর্ক গ‌ড়ে ওঠে। ২৮ জানুয়ারি বাজার থে‌কে স্কুলছাত্রী বাড়ি‌তে আসার সময় সুজ‌নের সঙ্গে দেখা হয়। ওই দিন বিকে‌লে বি‌য়ের প্রলোভন দে‌খি‌য়ে সুজন এবং তার বন্ধুরা ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। প‌রে ওই স্কুলছাত্রী বাদী হ‌য়ে সুজন‌কে প্রধান আসামি করে ধর্ষণ মামলা দা‌য়ের ক‌রে।

কালের কণ্ঠ

মন্তব্য করুন