রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালীয়া ইউনিয়নের পাইকারা এলাকায় সড়কের গর্তের মধ্যে চাকা পড়ে ভ্যান উল্টে রাকিবুল মুন্সি (১৬) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
শনিবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাকিবুল উপজেলার বোয়ালীয়া ইউনিয়নের হামরাট এলাকার শরিফ মুন্সির ছেলে।
প্রত্যক্ষদশীরা জানায়, রাকিবুল ভ্যান চালিয়ে বোয়ালীয়া থেকে পাংশার উদ্দেশে আসছিলেন। পথে ওই আঞ্চলিক মহাসড়কের পাইকারা এলাকায় পৌঁছালে রাস্তার গর্তে ভ্যানটি পরে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিনা বলেন, আহত ভ্যানচালকের বুকের পাঁজরের কয়েকটি হাড় ভাঙা ছিলো। ধারণা করা হচ্ছে, বুকে অতিরিক্ত আঘাত ও রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।