রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
মহানগরীর বেলপুকুর থানা এলাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত (৩০ অক্টোবর) দুইটার দিকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৫।
রাজশাহী র্যাবের কোম্পানি কমান্ডার এটিএম মাইনুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে বেলপুকুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও পরিচয় পরে জানানো হবে।